What is software ( সফটওয়্যার কি ):
কম্পিউটার নিজের থেকে কোনও কাজ করতে পারে না। সে এক একটি নির্দিষ্ট কার্যক্রম অনুসরন করে কোনও কাজ সম্পন্ন করে এবং ফলাফল জানিয়ে দেয় । নির্দিষ্ট ক্রমে কী কী কাজ করতে হবে , তা কম্পিউটারকে জানাতে হয় তারই কোনও ভাষা ব্যবহার করে । এই নির্দেশাবলী বা কার্যক্রমকে আমরা কম্পিউটারের পরিভাষায় বলি 'প্রােগ্রাম' । প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা প্রােগ্রাম থাকে । বিভিন্ন প্রােগ্রামের সুনির্দিষ্ট সমন্বয়কেই সফটওয়্যার বলে । সফ্টওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে । আজকাল ব্যবহারের সুবিধার জন্য কিছু কিছু সফ্টওয়্যার প্রস্তুতকারীরা লিখে দেন । যেমন , MS Paint, MS Word ।
- কম্পিউটার সফটওয়্যার প্রধানত 3 প্রকার । যথাঃ
- সিস্টেম সফটওয়্যার
- এপ্লিকেশন সফটওয়্যার
- ইউটিলিটি সফটওয়্যার
অ্যাপ্লিকেশন সফটওয়্যার : কোনও নির্দিষ্ট কাজের জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে ব্যবহার করা হয় । প্রকৃতপক্ষে এই ধরনের সফ্টওয়্যার কোনও কম্পিউটারকে একটি কাজের যন্ত্রে পরিণত করে । যেমন , ছবি আঁকার কাজে এম এস পেইন্ট ( MS Paint ) , চিঠি বা নথি তৈরির কাজে এম এস ওয়ার্ড ( MS Word ) ইত্যাদি ।
0 comments: