Sunday, 5 July 2020

What is File & Folder in Computer ? | কম্পিউটারে ফাইল এবং ফোল্ডার কী ?

What is File & Folder in Computer ? | কম্পিউটারে ফাইল এবং ফোল্ডার কী ?

ফাইল- একটি কম্পিউটার ফাইল হলো একটি তথ্য যা কম্পিউটার প্রোগ্রাম এর নিকট গ্রহণযোগ্য।
যেমন: অডিও, ভিডিও, ছবি
ফাইলের নাম এর শেষে এর ফরম্যাট টাইপ লেখা থেকে। একে ফাইল এক্সটেনশন বলে।
যেমনঃ DC001.jpg বা new.txt
উপরের উদাহরণ দুটিতে যথাক্রমে প্রথমটি ছবির এক্সটেনশন [ .jpg] এবং দ্বিতীয়টি টেক্সট ফাইলের এক্সটেনশন [ .txt]

ফোল্ডার- কম্পিউটার ফাইল সমূহ যে কন্টেইনারে সংরক্ষণ করা হয় তাকে ফোল্ডার বলে। যেমন আমরা ব্যাগ এ বই খাতা রাখি। এই ক্ষেত্রে বই খাতা হলো ফাইল এবং ব্যাগ হলো ফোল্ডার।
ফোল্ডারে কোনো এক্সটেনশন থাকে না।
ফোল্ডারের মাধ্যমে ফাইল গুলো সুন্দর করে সাজিয়ে রাখা যায়। যেমন স্কুল নাম এর একটা ফোল্ডার করে স্কুলের সকল ফাইল ওই ফোল্ডারে রাখলে। তাহলে সব ফাইল এলোমেলো থাকলো না। একটা জায়গায় তুমি তোমার প্রয়োজনীয় ফাইল পাচ্ছ।


What is File & Folder in Computer
File & Folder in Computer
ফাইল এবং ফোল্ডারের ব্যবহার : আমরা কম্পিউটারে যা সংরক্ষণ করি তা থাকে একটি ফাইলের মধ্যে । রঙ ও রেখা সম্বলিত ছবিই হােক , টাইপ করা অক্ষরই হােক , স্ক্যানড ( scarned ) ফটোই হােক , সি ডি ( CD ) থেকে কপি ( copy ) করা চলচ্চিত্রই হােক সবই কম্পিউটারে ফাইল হিসাবে সংরক্ষিত থাকে । আমরা প্রত্যেক ফাইলের একটি করে নাম দিই , যাকে বলে ফাইল নেম ( File name ) । এই ফাইল নেম ছাড়া কোনাে ফাইল কম্পিউটারে সংরক্ষিত ( stored ) হয় না । প্রায়শই , যতক্ষণ না আমরা কোনাে নাম দিচ্ছি । কম্পিউটার নিজেই ফাইলের একটি নাম দিয়ে দেয় , যেমন আনটাইটল ( untitled ) । ফাইলের বিষয়বস্তুর উপর নির্ভর করে , এক একটি ফোল্ডার তৈরী করে তার মধ্যে একাধিক ফাইল রাখা থাকে । ফোল্ডারের নাম দিতে হয় । একটি ফোল্ডারে অনেকগুলি করে ফাইল থাকে । প্রয়ােজনে অন্য ফোল্ডারও একটি ফোল্ডারের অন্তর্ভুক্ত হতে পারে । অন্তর্ভুক্ত ফোল্ডারটিকে বলে সাব ফোল্ডার ( Sub folder ) । একটি ফোল্ডারের অন্তর্গত প্রত্যেকটি ফোল্ডার এবং ফাইলের আলাদা আলাদা নাম দিতে হয় । ফোল্ডার তৈরী করা সহজসাধ্য । অফিসের একটি ফাইল যেমন একটি টেবিলের উপরে বা ভিতরে বা একটি তাকের উপর বা একটি ব্যাগের ভিতরে রাখা যায় , তেমনি ফোল্ডারও বিভিন্ন জায়গায় তৈরী করা যায় । ডেস্কটপে বা হার্ড ডিস্কের কোনাে ফোল্ডারের মধ্যেও ফোল্ডার তৈরী করা যায় ।

0 comments: