ইন্টারনেট কি ? ইন্টারনেটের পরিচিতি
বিশ্বের অফুরন্ত জ্ঞানভান্ডারকে কম্পিউটারের পর্দায় এনেছে ইন্টারনেট। ইন্টারকানেকটেড নেটওয়ার্কস শব্দ দুটিকেই সংক্ষিপ্ত আকারে একত্রিত করে ইন্টারনেট শব্দটি তৈরি করা হয়েছে বলে ভাবা যেতে পারে। অর্থাৎ, পরস্পর সংযুক্ত অনেকগুলি কম্পিউটার নেটওয়ার্ক বা কার্যক্রমের সমন্বয়ই হলাে ইন্টারনেট। বস্তুত , হাজার হাজার কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারনেটে যুক্ত রয়েছে। বিশ্বজুড়ে ইন্টারনেটের বিস্তার । এখন প্রধানত কম্পিউটারই এর মাধ্যম ।
এবার দেখা যাক , কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বােঝায়। ধরা যাক, অনেকগুলি কম্পিউটার পরস্পরের সঙ্গে এমনভাবে যুক্ত যে , তারা নিজেদের মধ্যে তথ্য আদান - প্রদান করতে পারে। এই কম্পিউটারগুলির যােগসূত্রকেই বলে কম্পিউটার নেটওয়ার্ক । এরকম অনেকগুলি নেটওয়ার্ককে আবার পরস্পরের সঙ্গে যুক্ত করে তথ্য - প্রযুক্তি আমাদের সামনে উপস্থিত করেছে ইন্টারনেটকে। স্পষ্টতই , কোনও একটি মাত্র নেটওয়ার্ক দিয়ে ইন্টারনেট তৈরি হয়নি। ইন্টারনেটকেও যদি একটি নেটওয়ার্ক বলে ভাবা হয়, তাহলে তা আসলে অনেকগুলি কম্পিউটার নেটওয়ার্কের সমন্বিত রূপ। বিষয়টি সহজে বােঝার জন্য আমরা এভাবে ভাবতে পারি যে , অনেকগুলি পূর্ণ সংখ্যা যােগ করলে যেমন একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তেমনি অনেকগুলি কম্পিউটার নেটওয়ার্ককে যুক্ত করেই ইন্টারনেটের উৎপত্তি। তাই বিশ্বে বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক হলাে ইন্টারনেট ।
এর বিশেষ বৈশিষ্ট্য হলাে , এটি কোনও ব্যক্তি বা সংস্থা বা দেশের মালিকানাধীন নয় । আর এই নেটওয়ার্কের গ্রাহকের অনেক সময় জানাই থাকে না , যে তথ্য তিনি আহরণ করছেন , সেই ‘ দাতা কম্পিউটার পৃথিবীর কোথায় অবস্থিত এবং কোন্ পথ ধরে ঘুরে এই তথ্য আসছে ।
0 comments: